Whoever is happy will make others happy too.

— Anne Frank

অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি

অরুণ-কান্তি কে গো যোগী ভিখারি।

নীরবে হেসে দাঁড়াইলে এসে
প্রখর তেজ তব নেহারিতে নারি।।

রাস-বিলাসিনী আমি আহিরিণী
শ্যামল কিশোর রূপ শুধু চিনি,
অম্বরে হেরি আজ একি জ্যোতিঃপূঞ্জ
হে গিরিজাপ তি! কোথা গিরিধারী।।

সম্বর সম্বর মহিমা তব, হে ব্রজেশ ভৈরব,
আমি ব্রজবালা।

হে শিব সুন্দর, বাঘছাল পরিহর, ধর নটবর–বেশ
পর নীপ–মালা।

নব মেঘ–চন্দনে ঢাকি’ অঙ্গজ্যোতি
প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন–পতি
পার্বতি নহি আমি, আমি শ্রীমতী
বিষাণ ফেলিয়া হও বাঁশরি–ধারী।।

নজরুলগীতি 

aruno kanti ke go jogi bhikhari lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply