We accept the love we think we deserve.

— Stephen Chbosky

হিমানী -শঙ্খ ঘোষ

আমার হিমগৃহ হিমের কুগুল ছড়িয়ে চুপচাপ
বলবে ইতিহাস, আমার ভয় সেই বেদনাকেই ।
শীতের বলিমুখ অন্ধ এ বাতাস। জীবন অভিশাপ :
প্রেমের অবসানে আমার ভয় সেই বেদনাকেই ।
তুমি তো বিস্তার ক’রেও যেতে পারো প্রদীপ টিমটিম
প্রেমের ছায়া-হরা বছর কেটে যায় উদার নিঃসীম ।
তুমি তো বিস্তার ক’রেও যেতে পারো তোমার সিঁ থিমূলে
অরুণ আশাটিকে নতুন লালে লালে ভ’রেও এলে পারো।—
শিখাকে আরো আরো জালিয়ে দিলে পারো সলতে তুলে তুলে
আমার ইতিহাস গুহায় বসে বসে দুহাতে মালা বোনে ।


আমার হিমগৃহ হিমের কুগুল ছড়িয়ে নিঃঝুম
চোখের ঢালু কোলে শীর্ণ জলরেখা চিবুকে নেমে আসে—
যে-ব্যথা ঢেকে রাখো গোপনে, মাথা পেতে সে বুকে নিঃঝুম
তোমার কালো নদী চিবুকে ক্ষত ঢেলে সে-বুকে নেমে আসে !
সুদূর হিমগৃহ, আমার আমরণ তোমাকে ঢেকে থাক।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0