Live as if you were to die tomorrow. Learn as if you were to live forever.

প্রেমিকের জন্য আর অপেক্ষা কোরাে না

প্রেমিকের জন্য আর অপেক্ষা কোরাে না
জয় গোস্বামী

সন্ধে হয়ে গেছে। বাড়ি যাও।
আর দাঁড়িও না।
গাছ, ফ্ল্যাটবাড়ি, গাছ, সাইনবাের্ড, গাছ। তার ফাঁকে আকাশে স্লেট রং—দূরে দূরে সন্ধ্যার দোকান
একেকটা স্কুটার, মারুতি
আলাে ঝল্ কে ঘুরে যায় কালভার্টের পাশে
মাত্র সাতদিন আগে ঘুরে চলে গিয়েছে যে ঝড়
সে আবার ফিরে আসছে।
রাস্তায় ঠোঙার সঙ্গে পাক খাচ্ছে ধুলাে
হাওয়ার গলায় ক্রমে গর্জনের স্বর।
কী একটা অদ্ভুত ছটফটানি
পিঠ নাড়তে শুরু করলাে শহরতলির জোড়া পুকুরের জলে ..
বাড়ি যাও, দাঁড়িও না আর। গিয়ে দেখ
কাজের লােকের কাছে রেখে আসা তােমার বাচ্চাটি খেলতে খেলতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছে।
ছােট – বড়াে খেলনার জঙ্গলে !
অপ্রকাশিত

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0