Friendship … is born at the moment when one man says to another “What! You too? I thought that no one but myself . . .

— C.S. Lewis, The Four Loves

চোখ দুটো আকাশের নীলে সাজানো

চোখ দুটো আকাশের নীলে সাজানো ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো
হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন. মায়াবী মুখটা এত মায়াময়
শিল্পীর আকা ছবি যেমনটি হয়।

একশ চূড়ি ভাঙে কথা বললে
ফুল সব ঝরে পড়ে পথ চললে।
হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন.

একাকী স্বপ্ন দেখে সে যখন
সুন্দর তখন যেন সারা ভুবন।
হলে অভিমানী লাগে মিষ্টি
যায় না ফেরানো যে আর দৃষ্টি
হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন.

চোখ দুটো আকাশের নীলে সাজানো
ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো। হাজার লোকের ভীড়ে অন্যন্যা
যে নিজে নিজের তুলনা
সেই মেয়েটি এমন.

“হাজার লোকের ভীড়ে অন্যন্যা— Bappa Mazumdar

chokh duto akasher nile lyrics

shei meyeti emon lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0