Be silent, Only the Hand of God Can remove The burdens of your heart.

আঁখিতে লাজ আছে

আঁখিতে লাজ আছে
Ankhite Laaj Ache
অ্যালবাম: ভালোবাসা
গীতিকার: মান্তু রায়চৌধুরী
সুরকার: মধু-গোপাল বর্মন
কণ্ঠ: সুজয় ভট্টাচার্য
[আঁখিতে লাজ আছে
হাসিতে যে ছলনা]-২
কে তুমি সুন্দরী ঠিকানাটা বলোনা
অঙ্গে ঢেউ তুলে রেশমি এলোচুলে
প্রাণেতে দিলে প্রেমেরই দোলা
[মন যে আমার হলো উতলা]-২
প্রাণেতে দিলে প্রেমেরই দোলা
মন যে আমার হলো উতলা।
[কলেজে মোড়েতে দেখেছি তোমায়(ও)]-২
মুগ্ধ করেছো তুমি যে আমায়
[টোল পড়া ওই গাল ঠোঁট দুটো লাল লাল]-২
দেখেছি মন ভরে রেখেছি অন্তরে
মুখে কথা হলো না
[প্রাণেতে দিলে প্রেমেরই দোলা
মন যে আমার হলো উতলা]-২
[কল্পনা আসে দেখলে ও মুখ(আ)]-২
অজানা দোলাতে কাঁপে এ বুক
[চলনে নাটের তাল দেখে হই বেসামাল]-২
ডাকোনা কাছেতে ভালো যে বাসিতে
কেন কর ছলনা?
[প্রাণেতে দিলে প্রেমেরই দোলা
মন যে আমার হলো উতলা]-২
[আঁখিতে লাজ আছে
হাসিতে যে ছলনা]-২
কে তুমি সুন্দরী ঠিকানাটা বলোনা
অঙ্গে ঢেউ তুলে রেশমি এলোচুলে
প্রাণেতে দিলে প্রেমেরই দোলা
[মন যে আমার হলো উতলা]-২
[প্রাণেতে দিলে প্রেমেরই দোলা
মন যে আমার হলো উতলা]-৩

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply