Always remember that you are absolutely unique. Just like everyone else.

— Margaret Mead

জানি শেষ ভাগটুকু আমারই

কোন এক হিম শীতল রাতের আঁধারে
শুরু হয়েছিল এক অনিশ্চিত অদ্ভুত যাত্রা,
অন্ধকারে অন্ধ হয়ে হাতটা বাড়িয়ে ছিলাম দুজনে।
ঠিক ঠিক বুঝেছিলাম,
এই হাতের স্পর্শের অপেক্ষায় ছিলাম এক জীবন।
বলেছিলে, এসো অগোচরে,
তোমায় নিয়ে ছোট্ট তরীতে জোৎস্নায় সাগর দিবো পাড়ি।

জানি শেষ ভাগটুকু আমারই,,

এরপর ও কি আমার আর ভাবনার থাকে অবকাশ?
সমস্ত পৃথিবী তুলে রেখে, এক পুটলি ভালোবাসা নিয়ে আমরা চললাম সেই চিরচেনা অজানা পথে।
কি করবো? গুরু যে বলে গিয়েছেন,
“সমাজ ও সংসার ও মিছে সব”

জানি শেষ ভাগটুকু আমারই,,

চলতে চলতে পথে কত ঢেউ, কত ঝড় আর কত জোৎন্সা ভেজা রাত।
চাঁদের আলো তোমার কাধে পরে চিকচিক করে,
আমি দেখি আর ইচ্ছে করে চিৎকার করে বলি
আজ, এই মূহুর্তে আমি সমস্ত সৃষ্টির সবচেয়ে সুখি আর পবিত্র এক মানবী।
চলতে চলতে ভিজে যাই দু’জনা আপন আলোয়।
ভালো লাগার তীব্র পরশ হয়তো।
তবু আমাদের যেতে হবে,
যেতে হবে এই পথের শেষ যেথায়।

জানি শেষ ভাগটুকু আমারই,,

দিন যায়, গুনে গুনে মাস ও, অবাক হয়ে দেখি বছর পেরুবে বলে।
এতটা সময়, এতটা আপন, এতটা পর
কিভাবে কিভাবে কি সব হয়ে গেল তালগোল পাকায় সব।
একদিন ভোরে তোমার স্পর্শে ঘুম ভাংগে
চলে এসেছি, আমরা চলে এসেছি এ পথে শেষ যেখানে।

জানি শেষের কষ্টের ভাগটুকু আমারই,,

এবার যে বিদায় দিতে হবে তোমায়
সাথে করে দিতে হবে আমার হৃদয় নিঙড়ানো ভালোবাসা সব, তোমার পথে পাথেয় করে।
জানতাম, আমি জানতাম সবই, তবু রাজি
তবু আমি রাজি সহস্র মরণে, যে মরণে লেখা থাকে তোমার ভালোবাসার গান।।

জানি শেষের কষ্টের ভাগটুকু আমারই
জানি শেষের কষ্টের ভাগটুকু আমারই, শুধুই আমারই।

Writer: Meghna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply