Behind every atom of this world, hides an infinite universe.

মূলত উলঙ্গবাদ

সবাই পোশাক পাল্টায় 

আমি কী পাল্টাব তবে? 

প্রত্নশরীরে আদিম ইচ্ছাগুলি জেগে 

পোশাক নেই, পোশাক নেই আমার

মূলত উলঙ্গবাদ আমিই বহন করি 

আমিই সীমানাহীন হই সব সীমানায় 

সবাই স্নান সেরে নিচ্ছে 

                              এ মহতী জলাশয় পেয়ে 

আমি তীরে অবিচল প্রত্নধুলোয় 

                                    তৃষ্ণার্ত দিন পার করি 

আমার নিজস্বতীর্থে আমিই দেবতা 

দোলাচল নেই, প্রাচীন ভাষার কাছে আসি 

সবাই সাজাচ্ছে পথে আলো 

                           ইহকাল পরকাল উজ্জ্বল হবে 

আমার কোনও পথ নেই, 

                                আলো নেই 

                                         রাতের তাঁবুতে আছি 

আঁধার জমেছে বেশ জমকালো 

                                         শতচ্ছিন্ন ইহকাল জুড়ে…. 

Writer:তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply