Your task is not to seek for love, but merely to seek and find all the barriers within yourself that you have built against it.

অপরাধী অপরিচিতা

অপরাধী অপরিচিতা

আমিও রাতের আকাশ দেখি,
আকাশের তারা গুনি,
তারাদের খশে পড়া দেখে
নিজের ইচ্ছের কথা বলি।
আমার গল্প বলা চাঁদের সাথে
তোমারও কি কথা হয়।
তুমিও কি হারাও সেই পথে
যে পথ কখনো এক হয়ে দুই প্রান্তে মিলিত হয়!!!
আমি জেগে থাকি সেই রাতে
যে রাতে চন্দ্রিমা সূর্যকে গ্রহণ লাগাই।
যেন মিলনের পথে এক হয়েও
মনের দেয়াল দূরে সরায়।
সেই আদুরে দিন কি তোমায় ভাবাই??
প্রথম দেখায় যার চোখ ভালোবাসার সমুদ্র ভাসাই!!
যার ঢেউয়ের আঘাতে
দূরত্ব কমে
একে অপরের বুক জড়ায়!!!
থেমে যেত যদি সময়।।
সীমান্ত পেরিয়ে সেই শহরে,
যেখানে শঙ্খ মালা তোমার লজ্জা কাটায়!!
চোখের মণি করে একপাশ,
কোনো এক অনুভুতির ভেলায়
মনে কি পড়ে??
তোমাকে ভালোবেসে একজনের
জায়গা,জীবন
কে দায়িত্বশীল বানাই!!
আমার যেন মুহুর্ত মুহুর্ত কাদায়!!!
লাল সাড়ি,লাল টিপের বেসে
হবে মোহনীয় কোনো কারুকার্য
বৈশাখ এর অপেক্ষায়…
আমার খোলা চুলে
আলতো করে ছুয়ে দিবো তোমায়
ইচ্ছে আঁচলে বেধে রাখবো তোমায়…
তা কি সীমিত ছিল শুধু আমার ভাবনা??
যেমন বিন্দু বিন্দু জমে
আকাশ হতে শিরশিরে ঝরে
সময়ের পাতা যেন অচেনা করে আমায়…
শূন্যতার মাঝেও কাছে থাকার অনুভূতি বাড়ায়…
শেষ বিদায়ে ঘণ্টা বাজে
মায়াবতী সে
তোমার দিকে তাকায়
যাওয়ার আগে কি বুকে জড়াবে নাকো আমায়??
যেন মনভরা অভিমান
এই বুঝি শেষ দেখছি তোমায়!!!??
অমঙ্গলা….
গোলাপের সৌন্দর্য সেই যেন দাড়ি চিহ্ন বসায়…!!!!
অবশেষে আসে শূন্যতা, বিষণ্নতা
জীবনের মানে যেন তারাই নতুন করে শিখায়
ভাগিদার তারা কি
তোমাকে ও বানায়???
চুপ,চুপ
তোমার কথা মান্য না,,
সমাজের লঙ্ঘিতা বাড়ায়।।
তালাবদ্ধ বাক্সে
মুড়িয়ে দিয়েছি
হয়তো মরিচার রঙে তারাও রঙিন,,,
যেমন সাদা প্রাসাদ
মমতাজের দুঃখ লুকায়!!!
তুমিও কি সেই ঠিকানার পথচারী
যার পথচলা
যেন বাচতে হবে তাই বেচে থাকা???
যদি দিন হতো
তারাদেরও লুকিয়ে নিয়ে আসতাম
সূর্যের মতো করে তোমায় রাঙিয়ে দিতাম।।
মুসাফির হয়ে দুটানায়
ডাঙার নৌকেও যেন সুতায় আর না আটকায়
জবাব আসে না।
রাত যেন শতক শতক জায়গায়
তুমির জীবনটা কেমন এখন???
এই শহরে এক অপরিচিতা
যার সীমান্ত তোমার সীমিত সীমানায়!!!!!

Writer: Sahnaj Rahman

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply