When you reach the end of your rope, tie a knot in it and hang on

— Franklin D. Roosevelt

এতো রাগ নয় গো এ যে অভিমান

জানো নাকি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো
জানো নাকি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশি
আরো অনেক বেশি বাড়ায় মনের টান
এতো রাগ নয় গো
এ যে অভিমান

মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি?
কাঁটা না বিঁধিয়ে হাতে
তুললে গোলাপ আনন্দ কি?
মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি?
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে
যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে
বড় মধুর লাগে মিলন সুধা পান

এতো রাগ নয় গো
এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশি কাছে পাওয়ার
ছল ভরা গান গো
এ যে অভিমান
এতো রাগ নয় গো
এ যে অভিমান

এতো রাগ নয় গো
এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশি কাছে পাওয়ার
ছল ভরা গান
এ যে অভিমান
এতো রাগ নয় গো
এ যে অভিমান

জানো নাকি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো
জানো নাকি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশি
আরো অনেক বেশি বাড়ায় মনের টান
এতো রাগ নয় গো
এ যে অভিমান

মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি?
কাঁটা না বিঁধিয়ে হাতে
তুললে গোলাপ আনন্দ কি?
মাঝে মাঝে মন্দ হলে মন্দ কি?
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে
আসলে ইচ্ছে করেই বেসুরো গাই মাঝে মাঝে
যাতে এই একটানা সুর নতুন হয়ে বুকে বাজে
বিরহের জ্বালার পরেই মধুর লাগে
বড় মধুর লাগে মিলন সুধা পান

এতো রাগ নয় গো
এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশি কাছে পাওয়ার
ছল ভরা গান গো
এ যে অভিমান
এতো রাগ নয় গো
এ যে অভিমান

eto raag noy go eje oviman lyrics

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0