অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

— গৌতম বুদ্ধ

তোমার ঘুমের মধ্যে -অরুণ মিত্র

তোমার ঘুমের মধ্যে আমি ডুবে গিয়েছি,
বাঁকা স্রোতের হুঁশিয়ারিতে আর আমি নেই,
বন্ধ দুচোখের পাতার নীচে আমি তলিয়ে যাচ্ছি।
তোমার গম্বুজের পাথরগুলো
তোমার বাগানের কাঁটাতার
তোমার তোপখানা
সব ডুবছে আমার সঙ্গে,
সবই নিঃসাড়ে শান্ত রাজধানীর দিকে।
তোমার নিঃশ্বাস থমকে যাচ্ছে
আর স্নিগ্ধতার ফুল ঝরছে সমাধির ওপর।
জোয়ারভাঁটার টানাটানির শেষ
যত ঘূর্ণি চুপচাপ স্থির,
পাষাণপাথরে নরম জলের ঘোর
কাটাছেঁড়ার কোণগুলোয় আদরের মুখ।
এই তো আমাদের ঘুম-বাসর,
আহ্, শান্ত রাজধানী।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0