সদুপদেশ গ্রহন করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি না হওয়া এবং নিজের অভিমত খণ্ডিত হতে দেখেই অন্তরে ক্রোধের সৃষ্টি হওয়ার নামই অহংকার। আত্মপ্রশস্তি ও অহংকার মানুষকে নিম্নস্তরে নিয়ে যায়।

— ইমাম গাজ্জালি (রহঃ)

মাঝে মাঝে

আমার মাঝে মাঝে
সাগর নীল প্রজাপতি
হতে ইচ্ছা করে।
ওই নীল রঙ টার
জন্যই হয়তো।
কারো কারো নীল রঙ
ভীষণ প্রিয়।

পাহাড়ের গায়ে
আঁকাবাকা পথে
এলোপাথাড়ি বুনো ফুল
ঘুরে ঘুরে তাতে
উড়ে বেড়াতে ইচ্ছা করে।
কারো কারো পাহাড়
ভীষণ প্রিয়।

আমার না,
গাংচিল হতেও
বেশ লাগে।
ডিপ সী তে
পাল্লা দিয়ে সাগর
পাড়ি দেই।
কারো কারো গহীন সমুদ্র
ভালো লাগে জানি।

মহাকাল হতে খুব
ইচ্ছে করে।
ছিনিয়ে নিয়ে ঘড়ি খানি
চাবি ঘুরিয়ে
সময়টাকে টুটি চিপে ধরে
বলতে চাই
এখন তুই মর, মর, মর।
আমাদের শুরু হোক
কালের মাঝে অনন্তকাল।
তুই শুধু মর।

Writer: Meghna

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply