If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি

আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি?
আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি?
কোন অশ্রু ভেজা স্বপনে,মনে তাজমহল গড়েছি!
আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি?
—Music—
আজ নেই যে গানে কোন ছন্দ,হলো রাগিনীও দ্বার চিরবন্ধ!
-Short Music-
আজ নেই যে গানে কোন ছন্দ,হলো রাগিনীও দ্বার চিরবন্ধ…!
স্বরণের আলেয়ারে আলো ভেবে,অন্ধকারে খুঁজে মরেছি,
সৈকতে পড়ে আছি!
আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি?
—Music—
আজ নেই যে আগের সেই দৃষ্টি,এলো দুচোখে ব্যথার ঝড়-বৃষ্টি,
-Short Music-
আজ নেই যে আগের সেই দৃষ্টি,এলো দুচোখে ব্যথার ঝড়-বৃষ্টি…!
জীবনের চাওয়াটাকে মুছে ফেলে,শূণ্যতাকে আমি ধরেছি,
সৈকতে পড়ে আছি!
আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি?
কোন অশ্রু ভেজা স্বপনে,মনে তাজমহল গড়েছি!

আমি সাত সাগর পাড়ি দিয়ে,কেন সৈকতে পড়ে আছি?

গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ সুবল দাস,
মূলশিল্পীঃ মাহামুদুন্নবী,
চলচ্চিত্রঃ আলো তুমি আলেয়া (১১/০৪/১৯৭৫ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/ববিতা/ফতেহ লোহানী প্রমুখ,
পরিচালকঃ দিলীপ সোম।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0