আর যদি কোন অপরাধ করে নিরপরাধ লোকের উপর দোষ চাপায়, সে আপন স্কন্ধে কুকর্মের ও পাপের বোঝা চাপায় ৷ -সুরা নিসা, 16:122

— পবিত্র কোরআন

আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল

আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল
Amar Jibon Chera Kagoj Cherai Roye Gelo
मेरा जीवन कोरा कागज
Mera Jeevan Kora Kagaz
সিনেমা: কোরা কাগজ় (১৯৭৪)
[আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল]-২
[সেই কাগজে]-২
আমার প্রেমের কথা লেখা ছিলো
আমার জীবন
ও আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল।
[এক বাতাসের ছোঁয়া লেগে(হো)]-২
[ঝরল প্রেমের ফুল]-২
না পেলাম প্রেম না পেলাম সুখ
[কী ছিলো সেই ভুল!]-২
[সব হারিয়ে]-২
নিঃস্ব হলাম পেলাম না যে কূল
আমার জীবন
ও আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল।
[খাঁচার ভিতর বন্দি পাখি(হো)]-২
[থাকি অচেনা]-২
আমিও বন্দি পাখির মতো
[পাইনা ঠিকানা]-২
[পথের মাঝে]-২
পথ হারিয়ে কিছুই পেলাম না
আমার জীবন
ও আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল।
সেই কাগজে
সেই কাগজে আমার প্রেমের কথা লেখা ছিলো
আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল।
[দুঃখের সাথে সুখের মিলন(হো)]-২
[হয়না কোনদিন]-২
দুঃখ আমার সঙ্গী হয়ে
[আছে চিরদিন]-২
[কেউ সুখি নয়]-২
এই ভুবনে সবই হবে বিলীন
আমার জীবন
ও আমার জীবন ছেঁড়া কাগজ ছেঁড়াই রয়ে গেল।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply