Every human being is the author of his own health or disease.

— Buddha

বৈশাখী মেলা

বৈশাখী মেলা
Boishakhi Mela
কথা,সুর ও শিল্পী: অর্জুন বিশ্বাস
খুব ইচ্ছে হয় ফিরে পেতে
সেই দূরন্ত কিশোর বেলা।
পল্লীর মাঠে ঘাটে হাটে বাটে
বসত বৈশাখী মেলা
বসতো বৈশাখী মেলা
বসতো বৈশাখী মেলা।
বদলে গেছে সমাজ
হারিয়ে যাচ্ছে আজ
পুতুল নাচন
মেলার বাদন,
হয়না তেমন
বায়স্কোপ,সার্কাস,
নাগরদোলা,কবিগান,
ঘটিগরম চানাচুর
ঘটিগরম চানাচুর;
হাওয়াই মিঠা
স্যাকারিন দেওয়া সেই খিলিপান।
মনে পড়ে যায়,গোধূলি বেলায়
মিঠে কড়া টুকটাক মেলার খেলা
খুব ইচ্ছে হয় ফিরে পেতে
সেই দূরন্ত কিশোর বেলা।
পল্লীর মাঠে ঘাটে হাটে বাটে
বসতো বৈশাখী মেলা।
সেই কালোঘোড়া বাঁশি
কিশোরীর হাসি
বারোভাজা খেতে মজা
আঙুল গজা,
রসগোল্লা,চমচম,বাতাসা
মিছরির খেলনা মিষ্টি;
এখন তেমন নেই
হারাতে বসেছি সেই
বাংলার বাঙালি কৃষ্টি।
এখন হয়না তেমন
বৈশাখী মেলাতে লাঠিখেলা।
খুব ইচ্ছে হয় ফিরে পেতে
সেই দূরন্ত কিশোর বেলা।
পল্লীর মাঠে ঘাটে হাটে বাটে
বসতো বৈশাখী মেলা।
বাঙালির একতারা দোতারা
বাঁশি আর ঢোল,খোল,
ডুগডুগি,খঞ্জনি,খমক
আজকাল এগুলোর ব্যবহার
খুব বেশি নেই আর
নেই সেই বৈশাখী চমক।
সংস্কৃতি লালন করিনা মনে
পালন করি শুধু বৈশাখের পহেলা
খুব ইচ্ছে হয় ফিরে পেতে সেই
দূরন্ত কিশোর বেলা।
পল্লীর মাঠে ঘাটে হাটে বাটে
বসতো বৈশাখী মেলা
বসতো বৈশাখী মেলা
বসতো বৈশাখী মেলা।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply