ফাল্গুনে শুরু হয় গুনগুনানী, ভোমরাটা গায় গান ঘুম ভাঙানি

— – ফররুখ আহমেদ

আমি আঁধার আমি ছায়া আমি মবীচিকা মরুমায়া

আমি আঁধার আমি ছায়া
আমি মবীচিকা মরুমায়া।
(হায়) কোথা পাব পথ
ঠিকানা কেউ না বলে।
কাঁদে মোর প্রেম শুধু
আলেয়ার ছলে।
বুকে মোর মরুতৃষা
পাই না তো খুঁজে দিশা
এ মালা আমি
পরাব কার গলে।
কত পথিক দূর হতে দেখে চলে যায়
এ ব্যথা জানাব কারে হায়!
নিয়তির একি খেলা
দিল মোরে অবহেলা
জানিনা তো কেন মোর লাগি
কারও হাতে
দীপ নাহি জ্বলে।

‘জিঘাংসা’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : হেমন্ত মুখোপাধ্যায়

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply