If life were predictable it would cease to be life and be without flavor.

— Eleanor Roosevelt

বরং দুঃখ

কাকে ভালোবেসে গুনেছো টুকরোগুলো
কাকে ভালোবেসে জমিয়েছো কঙ্কাল
প্রশ্ন করো না প্রিয়
বরং দুঃখ দিও
বাকি যা মাটি, ডুবে গেছে গতকাল
কাকে ভালোবেসে ভাঙ্গোনি সহ্যগুলো
কাকে ভালোবেসে ছাড়োনি পুরোনো চাল
সহ্য করো না প্রিয়
বরং দুঃখ দিও
বাকি যা শরীর, পুড়ে গেছে গতকাল
আগুন আগুন লাগে মনে
হাহাকারের শব্দ শুনে
আগুন আগুন লাগে মনে
হাহাকারের শব্দ শুনে
পাথর পাথর বুকের পাঁজর
আঁচড় কাটে সে কোন জনে
শূণ্য সে তো, শূণ্য সে তো
হিসেব নেই যার নির্বাসনে
শূণ্য সে তো, শূণ্য সে তো
হিসেব নেই যার নির্বাসনে
কাকে ভালোবেসে গুনেছো টুকরোগুলো
কাকে ভালোবেসে জমিয়েছো কঙ্কাল
প্রশ্ন করো না প্রিয়
বরং দুঃখ দিও
বাকি যা মাটি, ডুবে গেছে গতকাল

Song Credits:

Song – Borong Dukkho
Singer – Ishan Mitra
Music Director – Saqi
Lyricist – Saqi
Arrangement – Sudipta Buti Banerjee
Guitar – Abhirup Biswas and Alex Bose
Additional Programming – Alex Bose
Mixing and Mastering – Abhibroto Mitra

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply