হে বিশ্বাসীগণ নিজের আত্মাকে পাহারা দাও ৷ যদি তুমি ন্যায়ের অনুসরণ কর, বিপথগামীরা তোমার কোন ক্ষতিই করতে পারিবে না ৷

— আল কোরআন

এত দিন পরে তুমি গভীর আঁধার রাতে

কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সুর : হেমন্ত মুখোপাধ্যায়
ছবি : বিভাস (১৯৬৪ )

এত দিন পরে তুমি
গভীর আঁধার রাতে
মোর দ্বারে আজ এলে বন্ধু
ঠিকানা কোথায় পেলে বন্ধু?

আলোতে তোমায় আমি চেয়েছি
আঁধারের মাঝে দেখা পেয়েছি
আলোতে তোমায় আমি চেয়েছি
আঁধারের মাঝে দেখা পেয়েছি
ঝড় হয়ে আজ তুমি এসেছো
বিদ্যুত শিখা জ্বেলে বন্ধু

এই জীবনে কি আলো জ্বেলে দেবে না?
তব আঁখির প্রদীপ যেন নেভে না
এই জীবনে কি আলো জ্বেলে দেবে না?
তব আঁখির প্রদীপ যেন নেভে না
মোর পরানের এই ভাঙা বাঁশিতে
দাও শুধু সুর ঢেলে বন্ধু 🎼
Music
SONG
Eto Din Pare Tumi
ARTIST
Hemanta Mukherjee
ALBUM
Bibhas (Bng)

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply