Darkness cannot drive out darkness: only light can do that. Hate cannot drive out hate: only love can do that.

— Martin Luther King Jr.

বঁধু তোমার আমার এই যে বিরহ

শিল্পী : মানবেন্দ্র মুখোপাধ্যায়
নজরুল সংগীত
বঁধু তোমার আমার এই যে বিরহ
এক জনমেরই নহে ।
তাই যত কাছে পাই তত এ হিয়ায়
কি যেন অভাব রহে ।।
তাই যত আছে পাই তত এ হিয়ায়
কি যেন অভাব রহে ।।
বারে বারে মোরা কত সে ভুবনে আসি
নিমেষে দুইজনে ভালবাসি,
দলিয়া সহসা মিলনের সেই মালা
চলিয়া গিয়াছি দোঁহে ।।
আমরা বুঝি গো বাঁধিব না ঘর ,
অভিশাপ বিধাতার ,
শুধু চেয়ে থাকি ,কেঁদে কেঁদে ডাকি
চাঁদ আর পারাবার ।
মোদের জীবন মঞ্জরী দুটি হায়
শতবার ফোটে শতবার ঝরে যায় ,
বঁধু আমি কাঁদি ,ব্রজে তুমি কাঁদ মধুরায় ,
মাঝে অপার যমুনা বহে ।।
Music
SONG
Bnadhu Tomar Amar Ei Je Biraher
ARTIST
Manabendra Mukherjee
ALBUM

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply