n the end, it’s not the years in your life that count. It’s the life in your years

— Abraham Lincoln

যদি সহেলী আমায় কানে কানে কিছু বলে

গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: সতীনাথ মুখোপাধ্যায়
🎤 সতীনাথ মুখোপাধ্যায়

যদি সহেলী আমায় কানে কানে কিছু বলে
না না নাকেউ শুনে ফেলো না
সে যদি আমায় অপলকে দেখে
কেউ যেন দেখো না
কুণ্ঠিত পায়ে সে যদি এসে
মালাখানি দিতে চায় আরো ভালোবেসে
সে মালা দিয়ে গো যদি তারে বাঁধি
কেউ কিছু বলো না
এ জীবনে যত চাওয়া তার কাছে মিটে যায়
তাকে পেয়ে মন যদি সব কিছু খুঁজে পায়
ছন্দেরও দোলা সে যদি আনে
দু’জনের কুজনে এই মধু গানে
সে গানে যদি গো পৃথিবীকে ভুলি
কেউ বাঁধা দিও নানা না বাঁধা দিও না
যদি সহেলী আমায় কানে কানে
কিছু বলে না না না
কেউ শুনে ফেলো না

Jadi Saheli Amar Kane Kane lyrocs Satinath Mukherjee

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply