Feel the sweetness in your own heart. Then you may find the sweetness in every heart.

চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি

চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি
Chaiti Phuler Ki Bandhis Ranga Rakhi (1961)
কথা: কমলাপ্রসাদ ঘোষ
সুর: রবীণ মুখোপাধ্যায়
কণ্ঠ: সন্ধ্যা মুখোপাধ্যায়
[চৈতি ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি]-২
প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি
চৈতি ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি।
[কবরী সাজাস মিছে তোরা
মিছে এনে দিস ফুল তোড়া]-২
[আমি ফুলশরে দিয়েছি এ মন]-২
বাসর শয়নে চুপে ডাকি
প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি
চৈতি ফুলের কি বাঁধিস রাঙ্গা রাখি।
[ছিলো কুঞ্জের ছায় কাক জোছনায়
মিলনেরও আকুলতা]-২
ছিলো গানে গানে তৃষ্ণা জাগানো
মন ছুঁয়ে বলা কথা,
কিশোর প্রণয় অভিসারে
তনুর ফাগুন আজ খোঁজে তারে,
[কিশোর প্রণয় অভিসারে
তনুর ফাগুন আজ খোঁজে তারে]-২
[কুমকুমে টিপ কি পরাস মোরে]-২
হিয়া অনুরাগে গেছে ঢাকি
প্রেমডোরে মোর হৃদয় পড়েছে বাঁধা
পড়েছে আঁখির ফাঁদে আঁখি
চৈতি ফুলের কি বাঁধিস রাঙা রাখি।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply