মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই।

— কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম

পরবাসী মনটা আমার থাকে সদাই দেশে

পরবাসী মনটা আমার

পরবাসী মনটা আমার
থাকে সদাই দেশে
কি ভূল করেছি গো প্রভাসে এসে
আমি কি ভূল করেছি গো প্রভাসে এসে

পরবাসী মনটা আমার

থাকে সদাই দেশে
কি ভূল করেছি গো প্রভাসে এসে
আমি কি ভূল করেছি গো প্রভাসে এসে


মোবাইল করে জানিতে চায়, কেমন আছি

মিত্যে অভিনয় করে দেই গো হাসি

মোবাইল করে জানিতে চায়, কেমন আছি

মিত্যে অভিনয় করে দেই গো হাসি
মনটা আমার হই উদাসি পেতে পাশে
মনটা আমার হই উদাসি পেতে পাশে
কি ভূল করেছি গো প্রভাসে এসে


একটু সুঃখের আশায় আমি হইলাম প্রভাসি
এখন দেখি সুঃখের চাইতে দুঃখ বেশি
একটু সুঃখের আশায় আমি হইলাম প্রভাসি
এখন দেখি সুঃখের চাইতে দুঃখ বেশি
বুঝে গেছি আমার বুঝি দুঃখ রাশি
আমি বুঝে গেছি আমার বুঝি দুঃখ রাশি
আমি কি ভূল করেছি গো প্রভাসে এসে


কোন সুখের আশা করে রইলাম পরে
প্রভাসি হিরনের সুঃখ নাই অন্তরে
কোন সুখের আশা করে রইলাম পরে

প্রভাসি হিরনের সুঃখ নাই অন্তরে
যৌবন ফুরাইয়া গেলে,ফিরে না আসে
যৌবন ফুরাইয়া গেলে,ফিরে না আসে
আমি কি ভূল করেছি গো প্রভাসে এসে

পরবাসী মনটা আমার

পরবাসী মনটা আমার
থাকে সদাই দেশে
কি ভূল করেছি গো প্রভাসে এসে
আমি কি ভূল করেছি গো প্রভাসে এসে

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply