You will learn by reading But you will understand with love.

বাদামওয়ালার গান

কোথাও আলো নেই আমাদের
কোথাও আনন্দ নেই বলে
এই অন্ধকারে শুধু এক বাদামওয়ালার গান জাগে

ভ্রমের হাসিতে এমন উজ্জ্বল মরীচিকা
তৃষ্ণায় নিভে যাওয়া চাঁদ
আদিম যৌনক্ষুধার ঝড়ে হিল্লোলিত হয়

বিকেলের ম্রিয়মান সংকেতে
উদ্দাম নরনারীগুলি ক্ষয়িষ্ণু মাছির মতো ওড়ে
তাদের ডানার কম্পনে লেগে আছে জীর্ণ যৌনরেণু

ঘোর তমসার কাছে আমাদের সংস্কৃতি শয্যা পাতে
ইন্দ্রিয়পরাগে প্রাগৈতিহাসিক ফুল ফোটে
কোন্ উত্তরণ আজ সভ্যতার ক্রীতদাস লেখে?

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply