If life were predictable it would cease to be life, and be without flavor.

— Eleanor Roosevelt

দুই ট্রাকের মাঝখানে 🚍

দুই ট্রাকের মাঝখানে পড়ে গেছি
আমার সাইকেল কিছুতেই বের হতে পারছে না
আমি বিবাহিত। কলমা পাঠ করছি।
আমার ভবিষ্যৎ এখন রাস্তা চাইছে

চারিদিকে চিৎকার ছুটে যাচ্ছে
চিৎকারের কোনও আলো নেই
রাস্তার কোনও দর্শন নেই
আমার ভীরু সাইকেল ক্রমশ আসক্তিবিহীন

এই রাস্তায় বসন্ত আসবে
বসন্তের লীলা ভ্রমর উড়াবে
প্রজন্মের নতুন ঔরসে ভরে যাবে দিন
আমি দীর্ঘশ্বাসের কাছে রেখে যাই কিছুটা কাঁপন

দূরে কোথাও বিহ্বল দাঁড়িয়ে আছে
ও এখনও বাঁশি বাজায়,ডাকে
দুই ট্রাকের মাঝখানে আমিই নীরব আস্ফালন
মৃত চমৎকারকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার সময়
🚲

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply