ভুল-ভ্রান্তি নিয়েই মানুষের জীবন৷ সেই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনার কোনো মানে হয় না ৷

— লাওসে

নয় থাকলে আরো কিছুক্ষণ

জোছনা ভেজা এই রাত…

নয় থাকলে আরো কিছুক্ষণ

নয় রাখলে হাতে দুটি হাত…

নয় ডাকলে আরো কিছু কাছে

দেখ জোছনা ভেজা এই রাত.

তোমাকেই দুচোখ ভরে দেখি

কাজল মুছে গেছে একি

এখনই বলনা চলে যাই

শুধু একটু ভাবতে দাও তুমি যে আপন

নয় থাকলে আরো কিছুক্ষণ

নয় রাখলে হাতে দুটি হাত…

নয় ডাকলে আরো কিছু কাছে

দেখ জোছনা ভেজা এই রাত.

প্রদীপ পাহারা দেয় যেন দ্বারের হীরা মন

যেন পালিয়ে না যায়

মনের প্রাসাদ ছেড়ে মন

মনে হয় তোমাকে নিয়ে

থাকি সেই প্রাসাদে গিয়ে

তুমি যে আমারাই রাজকন্যা

সেটুকু ভেবে হোক বাসর যাপন

নয় থাকলে আরো কিছুক্ষণ

নয় রাখলে হাতে দুটি হাত…

নয় ডাকলে আরো কিছু কাছে

দেখ জোছনা ভেজা এই রাত.

noy thakle aro kichukhon lyrics

joshna vegha ei raat lyrics

srikanto acharya

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply