Only a life lived for others is a life worthwhile

— Albert Einstein

কূপমণ্ডূক

কূপমণ্ডূক


মোস্তাক আহম্মেদ সাগর

বয়স চল্লিশ পেরিয়ে পঞ্চান্নে পদার্পণ
তবুও সংকীর্ণচেতায় চলে নাম তার আলীমণ,
বৃদ্ধ বয়সে থাকবে সভাব, সেটাও ঠিকই মানে
অভাবে তার ভালো কাটে বছর পেরিয়ে ।

পায়ের জুতো ক্ষয়ের পথে জেনেও অনুদার
শার্টের বোতাম দুই খানেক নেই, লঙ্গিটাও বেহাল,
ছাঁতাটি বগলে রেখে চলে সে নেই কোন চেতনা
রোদ পরে বৃষ্টি নেমেছে তবুও সে ফুটাই নি ছাঁতা ।

বৃষ্টি- রোদে ভয় তার ছাঁতাটি না হয় বগল ফাঁকা
এই ভেবে আশ্রয় সে নেয় কোন কুঠি বা টিনের তলা,
অল্প হলেও শিক্ষিত সে জানে অবিরাম
কৃপণ হয়ে চলে বিধায় ধনেও তার অবিরাম ।

আকাশ পাতাল ব্যবধানে চলে সে পথ
সারাজীবন দেখেনি সে মানুষের আলামত,
অন্যের দ্বারে ঘুরে না সে, তারই দ্বারে ঘুরে
কূপমণ্ডূক বলে তাকে স্বজন প্রতিজনে ।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply