আর সন্তুষ্টচিত্তে আল্লাহ এবং রসুলের আদেশ পালন কর, আশা করা যায় যে তোমরা অনুগৃহীত হইবে৷ – সুরা আল ইমরান-132:1

— আল কোরআন

রাত্রিজীবী

গানের সুরে ধমক দিলে

যাব আমি কেমন করে?

ফুল তুলতে পারলাম না।

বৃষ্টি এল পথে

বৃষ্টির সাথে দেখা হল

আবেগ ছিল সাথে।

এ-শহর তো একটি খাঁচা

সব পথেই তার গোলকধাঁধা

বৃষ্টির হাতে বজ্র ছিল

বজ্রে আমি ভয় পাইনি

আবেগ শুধু কাঁপিয়ে দিল।

আজও আমি বিশ্রাম চাই

বিশ্রামের দুয়ার খুঁজি

কোথায় হিয়া?

ধমক শুধু, ধমকই ক্রিয়া!

আমার কোনো জমক নেই

বাক্যজল, জলবাক্যেই নদী

পার হতে গিয়ে রাত হল তাই

এখন রাত্রিজীবী।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply