আদর্শ থেকে বিচ্যুত হবার একমাত্র মাধ্যম হচ্ছে ভয়৷

— ফেরোরিনাস

বোধ

মুহূর্ত নাড়ায় আর শব্দের খিলানে ফুঁসে ওঠে ষাঁড় বিধি আর চৈতন্যের পারে দেহের বিভাবে নামে অন্ধকার 
 চক্র আসে ঘোর চক্রপথে লালগন্ধ পাপ দৈব এসে ছুঁয়ে যায় অদৈবের তাপ
 বাঁচার নরম আয়ু দিনান্তের ডাকে তরবারি মেলে দেয় রোদ কিছুটা আগুনে, কিছুটা আলোতে সেঁকে নিই আমাদের বোধ।

তৈমুর খান

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply