Nothing can harm you as much as your own thoughts unguarded.

— Buddha

ক্লান্তির সূত্রপাত

ক্লান্তির সূত্রপাত

বহুদিন ধরে ভাবছি একটা কথা বলবো
কিন্তু বলবো কিনা সেটাও আবার ভাবছি,
বলতে যাওয়ার সময় বিবেগের বাধঁ টানে!
কিন্তু বলতেও মন চাই।

গানের ভাষায় বলবো নাকি
নাকি চোখের ভাষায় বলবো,
এইরকম সংশয়ে হঠাৎ থেমে যাই!
কিন্তু বলতেই তো হবে মনের কথা
আজ নয় কাল বা পরশু কিংবা কোনোদিন।

কথাটা ছোট্ট হলেও
কেন জানি মনে হচ্ছে বলতে বেশ সাহস লাগে,
কিন্তু বলার পর তার অনুভূতি’র প্রকাশ কেমন হবে?
সেটাও আবার বিবেগে প্রশ্ন জাগে।

যাই হোক বলি
না থাক বলবো না,
এইরকম সংশয়ে কেটেছে বহুবার
অবশেষে বলেই দিয়েছি!
তবে মুখে না বার্তায় প্রকাশ।

বলার পর চুপ করে রয়েছি তার
অনুভূতি’র প্রকাশের উপর,
সেদিন হয়তো না বলাটা ছিলো
তার অনুভূতির প্রকাশ!

কেন জানি মনে হয় সেদিনই ছিলো আমার ক্লান্তির সূত্রপাত
চোখের পলক গুটিয়ে পালিয়ে আসিনি সেদিন,
এসেছি কিছু আঘাত নিয়ে বুকে রনক্ষেত্র সাথে করে
কিন্তু তার প্রতি সেই দূর্বলতায় রনক্ষেত্রটি বেশি সময়ও টিকে নি।

মোস্তাক আহম্মেদ সাগর

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply