সমগ্র বিজ্ঞান দৈনন্দিনের একটি পরিশোধন চিন্তা ছাড়া আর কিছুই না।

— অ্যালবার্ট আইনস্টাইন

চেয়েছি শুধু ভালবাসা

কতো কিছু লিখতে চাই।
কতো কিছু বলতে চাই ।।
তুমি চাওনি শুনতে
কখনো আমার গলার স্বর।।

তুমি বলো নি কোনো কথা
আমার জন্য আজো লিখো নি
তুমি একটা কবিতা ।।

তবে কি তোমার কবিতা আমার নই
মিছে কোনো ভালোবাসা।।

এক দিন বুঝবে আমাকে ।
সে আর থাকবো না আমি।।

করিনি কখনো কোনো দাবি
ছিলো না কোনো চাওয়া।।
শুধু চেয়েছি ভালোবাসা
আর ভালোবাসা ।।

Writer: Chowdhury Anni

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply