The purpose of our lives is to be happy.

— Dalai Lama

শুভকামনা

নতুন বছরের নতুন গান
মাদলের সুরে মাতাল স্বর্গে অবস্থান
দুলনচাপার মতো আমেজ সতেজ সর্ব প্রাণ।
বিগত দিনের কতোই না স্মৃতিচিহ্ন
হাসি,খুশি সাথে বিশ্ব জুড়ে হাহাকার
মহামারীর আগমন,দুর্ভিক্ষ,দুষ্প্রাপ্যতার সমাগম।
হলো বিদ্যাপীঠের বিরতি,শুরু ঘর বন্দির আরতি
পুরাতন প্রজন্মে আধুনিকতার গ্রহণ, হাতে তুলে দিলো অনিশ্চায় মুঠোফোন!
হারানোর বেদনা,ফিরে পাওয়ার চেতনা
নতুন বছরে হোক মঙ্গলের সূচনা।
এক একে দুইয়ে মিলে
সৃষ্ট কম্পনের বিস্তার ইতিহাস তৈরি করে
এমন বছর ভাগ্য করেই দেখা মেলে।
মন্দ ছিলো না তাহাও
ইহা ধৈর্য, আত্মনির্ভর হতে শিখালো
বাস্তবতার বিক্ষুব্ধ রূপ দেখালো,
কৃতজ্ঞতা তাহার প্রতি,মোনাজাতের হাত
লাখে লাখে পশ্চিমা আকাশে দেখা দিলো।
সৃতিচারণ করিও তুমিও,
এই বছর তোমায় আপনের মহত্ত্ব বুঝিয়ে দিলো
পরিছন্নতার খাতায় নাম লিখালে তুমিও।
আমার নিম্ন মুখে নতুন বছরের শুভেচ্ছা নিও তুমিও প্রিয়
শুভকামনা আমায় ও দিও..
আগামীর বেঁচে থাকা দিন ভালো কাটুক তোমার ও।

কলমেঃশাহনাজ রহমান প্রমি

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply