We accept the love we think we deserve.

— Stephen Chbosky

কবিত্বের কবিতায়

সৈয়দ মোঃ সাকিব আহমদ

কবিদের আসর বসেছে
আকাশের সীমানা পেরিয়ে
ঐ দূর দিগন্তে,
নব সূর্যের রক্তিম আভা মিশেছে
কবিতার মেলায়।
কবিতার ছোঁয়ায় দিগন্ত যখন ক্লান্ত
কবিরা তখনও মুক্ত
চলছে স্বপ্ন সৃষ্টির উন্মাদনা।
নিকষ আধার ছোঁয়ে নামছে বৃষ্টি
তবুও চলছে বাধাহীন শত কবিতার সৃষ্টি।
শত কবিতার ছড়াছড়ি
শত কবিতার মিছিলে
রাজপথ আজ কবিত্বের মহাপৃথিবী।
পদ্মা, মেঘনা, যমুনা ছাড়িয়ে
কবিতা আজ ৫৬ হাজার বর্গমাইলে।
মহা সমুদ্রে এসেছে জুয়ার
প্রাণপণহীন রক্ত মুক্তির সোপানে
ভেসে এসেছে কেবল একটিই কবিতা।
শত কন্ঠে প্রতিধ্বনি হচ্ছে
কবিদের জয়গান
কবিতার জয়গান,
কবিতা জিন্দাবাদ
কবিতা জিন্দাবাদ।

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply